ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে বিজিবি র অভিযান। ৯ টি দেশীয় অস্ত্র উদ্বার

News Desk
সেপ্টেম্বর ৮, ২০২০ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলাঃ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়িতে ৯টি দেশের তৈরি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ১১ র সদস্যরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম লেদুরমুখ নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইনসহ বিজিবির একটি টহল দল দুপুর সাড়ে ১২টায় লেদুরমুখ এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দলটির সদস্যরা পালিয়ে যায়। এসময় বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত ১টি এস বিবিএল ও ৮টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক) উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র  নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার, কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আপডেট/ ৮/৯/২০২০/ শা ম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।