ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি’তে ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৩ মামলায় ৩ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি, (চট্রগ্রাম)
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহারের দায়ে ৩টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পৃথক ৩ মামলায় ৩টি ইটভাটাকে ৩লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (০৫ ফেব্রুয়ারী”২৫) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে এইচকেবি, জেএসবি ও বিএইচবি নামক ইটভাটাকে এসব জরিমানা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ৩টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়।আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।