ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী মডেল কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

News Desk
জুন ২, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজ ২০২৪ সালের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। নরসিংদী মডেল কলেজ শনিবার ২ জুন নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে বেলা ১১ টায় এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী মডেল কলেজের রেক্টর ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজের সেক্রেটারী নূরুল আমীন সানী।

স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, বক্তব্য রাখেন মডেল কলেজের ট্রেজারার মোস্তফা আল আমীন, পরিচালক আহাম্মদ হোসেন ফকির, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজী বিষয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, অর্থনৈতিক বিষয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শিক্ষক কিবরিয়া, তানভীর আহমেদ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফারিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থী লামিয়া সরকার, মুনতাহা ইসলাম এশা, খালিদ সাইফুল্লাহ, সাদিয়া আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী রাত্রিসাহা।

সর্বমোট অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য শেষে অতিথিগণ তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এরা সবাই নরসিংদী মডেল কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র-ছাত্রী। তারা ২০২৪ সালে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।