বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মিয়ানমারের গুলি এসে পড়ছে দেশে, টেকনাফ স্থলবন্দর বন্ধ মেটা থেকে একাধিক রুশ সংবাদমাধ্যম নিষিদ্ধ ঘুমধুমে কাঠ বোঝাই ট্রলি উল্টে নিহত১, আহত ১ টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের ২ নাগরিক আটক কক্সবাজারে আর কোন রোহিঙ্গা ভোটার হতে পারবে না – নির্বাচন অফিসার মুক্তিপণে ছাড়া পাবার ১ ঘন্টার মধ্যে ফের ফিল্মী স্টাইলে ১ বাংলাদেশী ও ৭রোহিঙ্গাকে অপহরণ উখিয়ার কুতুপালংয়ে মার্কেট দখল-বেদখল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সীমান্তে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক কক্সবাজার আদালতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুকের মামলা!
নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত, আড়াইশত কোটি টাকার মালামাল ভষ্মীভূত

নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত, আড়াইশত কোটি টাকার মালামাল ভষ্মীভূত

মো: খায়রুল ইসলামঃ
দেশের সর্ববৃহৎ পাইকারী কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেষ্টার নামে খ্যাত নরসিংদীর শেখেরচর বাবুরহাটে স্বরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। গত রবিবার রাত ১১টায় নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাজারের উত্তর পশ্চিমপার্শ্বে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রধান গলিতে সাটিং শুটিং পট্রিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং দোকান মালিকগন জানান, রাত আনুমানিক ১১টার সময় সাটিং শুটিং পট্রির সাজ থ্রিপিসের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। শেখেরচর বাবুরহাট বণিক সমিতির সহ সভাপতি একে ফজলুল হক জানান, খবর পেয়ে প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ৯৯৯ এ খবর দিলে প্রায় ৪৫ মিনিট পর নরসিংদী, বেলাব, পলাশ, রায়পুরা, মনোহরদী ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আসলেও বাজারের প্রবেশ মুখের একটি ভাংগা ব্রীজ ও রাস্তার দুই পাশে চৌকি দিয়ে রাস্তা সুরু করে রাখার কারনে দমকল বাহিনীর লোকেরা ঘটনাস্থলে প্রবেশ করতে অনেকটা বিলম্ব হয়। পরে চৌকি সড়িয়ে দমকল বাহিনীর লোকেরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে থাকে। রাত আনুমানিক ৩টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে এবং ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে। এ সময় বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়। এতে করে প্রায় আড়াইশত কোটি টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারের গলির উভয়পার্শ্বে চৌকি বসিয়ে রাস্তা সরু করে রেখেছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা সত্তে¡ও তারা এগুলো সড়াচ্ছেনা। তারা আরো জানান যে, রাস্তার উপরে বসা অবৈধ টং ঘরের উপরে পর্দা টানানোর ফলে এতে আগুন ধরে এক ঘর থেকে অন্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রটি আরো জানায়, বাজারের প্রবেশ পথে একটি ভাংগা ব্রীজ থাকার কারনে দমকল বাহিনীর লোকেরা তাদের গাড়ী নিয়ে বাজারে প্রবেশ করতে অনেক বিলম্ব হয়। ঢাকার প্রধান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন জানান, ভাংগা ব্রীজ এবং রাস্তার উভয়ে পাশে চৌকি বসিয়ে রাস্তা সরু করার কারনে তাদের গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছতে অনেকটা বিলম্ব হয়। বিষয়টি নিয়ে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে তিনি দ্রæত ঘটনাস্থলে যান এবং আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টাই করেছেন। তবে বাজারের প্রবেশ পথে একটি ব্রীজ দীর্ঘদিন যাবৎ ভেংগে পড়ে রয়েছে এই ব্রীজটি যত তাড়াতাড়ি সম্ভব জেলা পরিষদের মাধ্যমে মেরামত করা যায় সেই চেষ্টা করা হবে এবং বাজারের গলির উভয় পাশে অবৈধ চৌকি বসানোর বিষয়টিও আমাদের মাথায় রয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর ব্যবস্থা করা হবে। নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে বাজারের অবৈধ চৌকি এবং পর্দা টানানোর বিষয়ে কথা বললে তিনি জানান, তিনি জেলা প্রশাসক এবং বাজারের বণিক সমিতির লোকদেরকে সাথে নিয়ে বসে কিভাবে একটা স্থায়ী সমাধান করা যায় সেই চেষ্টা করবেন। নরসিংদী সদর সহকারী কমিশনার মেহেদী হাসান কাউসার জানান, তিনি গত বৃহস্পতিবার শেখেরচর বাবুরহাট বাজারে যান এবং গলিতে পেতে রাখা অবৈধ চৌকি এবং পর্দাগুলো সড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে এসেছেন। কিন্তু কে শুনে কার কথা। যার ফলে রবিবার রাতে বড় ধরনের একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtube.com/@simantobangla1803

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions