নরসিংদীতে ২৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩

মো: খায়রুল ইসলামঃ

নরসিংদীতে ২৮ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে জাকির ওরফে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। সে রায়পুরা উপজেলা নিলক্ষ্যা বীরগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে ২৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।