ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে মাদক নিয়ে বাকবিতন্ডায় বন্ধুকে হ’ত্যা, গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি
মে ২৫, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

নরসিংদীতে মাদক নিয়ে বাকবিতন্ডায় শুভ মিয়া (২০) নামে একজনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী এর পুলিশ সুপার এস.এম মোস্তাইন হোসেন।
নিহত শুভ সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান (২৪), একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (২১) এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম (২৪)।

তারা প্রত্যেকেই একে অপরের বন্ধু ছিলো এবং একসাথে মাদক সেবন করতো। পুলিশ সুপার জানান, গত ৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রীজের পাশে শুভসহ হাবিবুর, কবির, নাঈম ও তাদের অন্য একজন বন্ধু মোট পাঁচজন মিলে একসঙ্গে মাদক সেবন করছিল।

মাদক সেবনকালে মাদক সংগ্রহ সংক্রান্ত বিষয়ে শুভর সঙ্গে হাবিবের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হাবিবুর শুভর গলাচেপে ধরে কিল ঘুষি মারতে থাকে। সাথে থাকা কবির, নাঈম ও অন্য একজন বন্ধুও শুভর নাকে মুখে এলোপাথারী কিল, ঘুষি মারতে থাকে। পরে পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঘর বাঁধার একটি দড়ি পেয়ে শুভর গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টেনে ধরে।

একপর্যায়ে শুভ মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। পরে শুভর মরদেহ পাশের একটি ডোবায় ফেলে দিয়ে ৪জন পালিয়ে যায়। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।

এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ মে) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি হাবিবুর রহমান ও কবির হোসেনকে এবং বুধবার (২১ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নায়েরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি আহম্মদ নাঈমকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে নিহত শুভর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া বাকি আসামিকে ধরতে অভিযান চলমান বলে জানান পিবিআই নরসিংদী পুলিশ সুপার এস.এম মোস্তাইন হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।