বিগত ১৫ বছরে ছাত্রলীগের হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা ছাত্রদল।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১০ নভেম্বর) সকালে নরসিংদীর সাটিরপাড়া রজনীগন্ধা চত্বর থেকে তারা মিছিল বের করে । মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদীর নতুন বাসষ্ট্রেন্ড হয়ে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে ছাত্রলীগকে সন্ত্রাসী উল্লেখ করে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘ আপনারা জানেন, খুনি হাসিনার বেশকিছু অডিও এবং ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে আমরা শুনেছি বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ এখনো তার নির্দেশেই রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশের আনাচে-কানাচে তার দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।
অনতিবিলম্বে এই সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করতে হবে। খুনি হাসিনার কোনো দোসরকে আমরা বাংলাদেশে রাখবো না। ছাত্রদলের কোনো নেতাকর্মী যদি আপনাদের ধরতে পারে তাহলে মালিশের অভাব হবে না। ছাত্রদল নেতাকর্মীদের শরীরে রক্ত থাকা পর্যন্ত হাসিনা যে ষড়যন্ত্র করছে তা লুটিয়ে দেয়া হবে।