নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে কবরস্থানের পাশের জাম গাছ থেকে সোহাগ মিয়া (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মৃত এমদাদ হোসেনের ছেলে। সে পরিবারের সাথে দাসপাড়ায় বসবাস করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগের মানসিক সমস্যা রয়েছে। পরিবার তার চিকিৎসা করাচ্ছে। এর আগেও সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তখন রশি ছিড়ে যাওয়ায় বেঁচে যায়। গতকাল সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আশেপাশে খোঁজে ও তাকে পাওয়া যায়নি। আজকে সকাল ৯ টায় দাসপাড়া কবরস্থানের পাশের জামগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. ইউসুফ বলেন, খবর পেয়ে আমরা সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এলাকাবাসী জানায় তার মানসিক সমস্যা রয়েছে। তাকে শিকল দিয়ে বেধে রাখা হতো। সে এর আগে ও আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা এব্যাপারে পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।