নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন নরসিংদী জেলা প্রশাসন।
শহরের ভেলানগর এলাকায় স্কুলের নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি ড. বদিউল আলমের সভাপতিত্বে স্থানীয় আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শিল্পপতি আব্দুল কাদির মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শিহাব সারার অভি, স্কুলে কমিটির সদস্য নাজমুল হাসান সহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিগণ।
উল্লেখ্যঃ নরসিংদী জেলা শহরের একমাত্র অটিজম আক্রান্ত্র শিশুদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে লেখাপড়ার পাশাপাশি শারীরিক ব্যায়াম ও থেরাপি দেয়া হয়। আর তাই এই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিবছর প্রতিকী হিসেবে ১২ জুন সকল শিশুদের নিয়ে জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় অতিথিগণ বলেন, এই শিশুদের একেকজন হতে পারেন ভবিষ্যতের বাতিঘর। এর জন্য আজকে এই শিশুদের মা বাবার কস্ট করতে হচ্ছে। এই শিশুদের জন্য মান সম্মত একটি প্রতিস্ঠান স্থাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ শতক জায়গা ও শিল্পপতি আবদুল কাদির মোল্লার পক্ষ থেকে ভবন করে দেয়ার ঘোষনা দেয়া হয়।