সীমান্তবাংলাঃ হুড় হুড় করে বাড়ছে বাংলাদেশে করোনা সংক্রমনের হার, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতো ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৩৬ জনের প্রানহানী সহ শনাক্ত হয়েছে ১৯০৮ জন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে, প্রশাসন। করা হচ্ছে বিভিন্ন অংকের জরিমানাও। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দাবি, মাস্ক ব্যবহারে মানুষের মাঝে কিছুটা সচেতনতা বেড়েছে। এদিকে করোনা ভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো, ৬ হাজার ৫৮০ জনে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৬ হাজার ৫শ’ ৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক চার তিন শতাংশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১২ দিনের ধারাবাহিকতায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য আজও রাজধানী সহ সারাদেশের বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন পরিবহন থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে। জানিয়েছেন, আগের তুলনায় মাস্ক ব্যবহারে সচেতন হয়েছেন সাধারণ মানুষ।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রামে একজন, খুলনায় তিনজন, বরিশালে একজন ও রংপুরে একজন রয়েছেন।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৮ নভেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply