দিনাজপুরের নবাবগঞ্জে হরিরামপুরে বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর ) সকালে উপজেলার হরিরামপুর ছাতনীপাড়া গ্রামের আনন্দ বৌদ্ধ বিহারে আয়োজনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।
এসময় পরিদর্শনে আসেন, পার্বতীপুর খোলাহাঁটি ক্যান্টনমেন্ট ৭ হর্সের উপ-অধিনায়ক মেজর আশিক উজ জামান, পরিদর্শনে এসে বৌদ্ধদের ধর্মীয় দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করণের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাসহ তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।