নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন পালন করে হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে উল্লেখ করা হয় নন্দীগ্রাম উপজেলার ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া ও সরকারি ভাতা, অনুদান বাতিল এবং বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকায় অন্তভুক্তির দাবি করেন।
অপরদিকে গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।v
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।