মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পানিতে ডুবে ফাহিম নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেঘনায় তলিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত ফাহিম চাঁদপুরের মতলব উপজেলার মো. বাবুলের ছেলে। তিনি রাজধানীর ড্যাফোডিল ইটারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয়ের বন্ধু ইমরানের সঙ্গে চর আব্দুল্লাহ এলাকায় বেড়াতে যান ফাহিম। সোমবার সকাল ১০টার দিকে তারা দুইজন নদীতে হাঁটু পানিতে নেমে ছবি তুলছিলেন। একপর্যায়ে ঢেউয়ে ভেসে যান ফাহিম। এরপরই তিনি তলিয়ে যান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ জানান, দুপুর ১টার দিকে তারা ফাহিমের নিখোঁজ হওয়ার খবর পান। তখন থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় ডুবুরি দল ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাহিমের মরদেহ পাওয়া যায়।