
সৈয়দ মাহমুদ শাওন (নিজস্ব প্রতিনিধি)
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে হোক রঙিন। এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ১৭ মার্চ ২০২৩ দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস।
ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় আলোচনা সভা চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত স্কুলের প্রায় শতাধিক শিশুর উপস্থিততে মুখরিত ছিল স্কুল ক্যাম্পাস। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির সহযোগীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, বিশেষ অতিথি ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা।
চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান টি। উল্লেখ্য শিশু অধিকার শিশু সুরক্ষা নিশ্চিত করণ শিশুদের মাঝে নাগরিক চেতনা জাগ্রতকরণ ও সুপ্ত প্রতিভা বিকাশে এমন আয়োজন বলে জানান আয়োজক বৃন্দ।