ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০১৯
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য, ফেঁসে গেলেন ৩ নারী তারকা

Ecare
ডিসেম্বর ৩০, ২০১৯ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেঁসে গেলেন বলিউডের জনপ্রিয় তিন তারকা। তারা হলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান এবং কৌতুরশিল্পী ভারতী সিং। জানা গেছে, খ্রিস্টধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের রোষানলে পড়েন এ বলিউড তারকারা।

ভারতের পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে রাবিনা, ফারহা ও ভারতীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, খ্রিস্টধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করায় পাঞ্জাবের জলন্ধর, গুরুদাসপুরসহ বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে পাঞ্জাব পুলিশের কাছে রাভিনা ট্যান্ডন, ফারহা খান ও ভারতী সিংয়ের বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

খ্রিস্ট ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন রাভিনা ট্যান্ডন। তিনি বলেন, ‘আমি এমন কোনো শব্দ ব্যবহার করিনি যাতে নির্দিষ্ট কোনো ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগে। আমাদের তিনজনের (ফারহা, ভারতী ও রাবিনা) কারোর ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্যই ছিল না। তা সত্ত্বেও যদি কারোর ভাবাবেগে আজান্তে আঘাত করে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’’

ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি টিভি শোতে ঠিক কী বলেছিলেন তার একটি ভিডিও লিঙ্কও দেন রাভিনা, যদিও সেই ভিডিওটি টুইটার কর্তৃপক্ষ মুছে দিয়েছে।

এ ঘটনায় বলিউডের তারকা পরিচালক, প্রযোজক ও কোরিওগ্রাফার ফারহা খানও ক্ষমা চেয়েঝেন। টুইটারে তিনি লেখেন, ‘কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্যই তার বা বাকি দুজনের ছিল না।’

গত বুধবার সোনু জাফর নামে এক ব্যক্তি রাভিনা, ফারহা ও ভারতীর বিরুদ্ধে পাঞ্জাব পুলিশের কাছে অভিযোগ করেন। ক্রিস্টমাসের সময় টিভি শো-তে খ্রিস্টানদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।