
দৈনিক আজকের কক্সবাজার বার্তায় ইয়াবা ব্যবসায় আঙ্গুল ফুলে কলাগাছ / গ্রেফতার এড়াতে পুরো পরিবার নিয়ে উধাও মোজাহের পাড়ার জাফর মিস্ত্রি’ এই শিরোনামে গত ৯ অক্টোবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মোজাহের পাড়ার জাফর আলম।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আজকের কক্সবাজার বার্তায়’ ইয়াবা ব্যবসায় আঙ্গুল ফুলে কলাগাছ ’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। জাফর আলম বলেন, আমার মেয়ের জামাই পারভেজ নাকি ইয়াবা কারবারি তাই তার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি এলাকায় একজন রাজমিস্ত্রী হিসেবে পরিচিত এবং আমার একটি মোদির দোকানও রয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।