ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিনই দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়ছে শতশত যানবাহন। ফলে যাত্রীবাহী বাসকে ঘণ্টার পর ঘণ্টা ও পণ্যবাহী ট্রাককে দিনের পর দিন নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস সামান্য অপেক্ষার পর ফেরিতে উঠছে এবং গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে। যাত্রীবাহী বাসের চাপ না থাকায় পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে।
জানা গেছে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় তীব্র শীত ও সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে চার ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশায় রাত ৩টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তাই ফেরি চলাচল শুরু হওয়ার পর যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এ কারণে কয়েকশ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। তবে বাসের চাপ কমে আসায় এখন পণ্যবাহী ট্রাকও পারাপর করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৪টি ফেরি চলাচল করছে।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply