ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ৮ মাস কারাভোগের পর মুক্তি পেলেন ফটো সাংবাদিক কাজল

News Desk
ডিসেম্বর ২৫, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারের ৮ মাস কারাভোগের পর অবশেষে আজ (২৫ ডিসেম্বর) কারামুক্ত হলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারাফটকের সামনে তার স্বজনেরা উপস্থিত ছিলেন । মুক্তি পাওয়ার পর ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন কাজল।

দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন কাজল। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি জানান, তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগে, কয়েকদিন তিনি নিঁখোজ ছিলেন। গত ২ মে গভীর রাতে বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন দিয়ে ছেলের সঙ্গে কথা বলেছিলেন কাজল। ওই সময়ের আগে তাকে বিজিবি সদস্যরা বেনাপোল থানায় নিয়ে আসেন। পরে তাকে আটক করে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৫ ডিসেম্বর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।