ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০১৯
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

থার্টি ফার্স্ট নাইট : ঢাকায় প্রকাশ্য উৎসব নিষিদ্ধ

Ecare
ডিসেম্বর ৩০, ২০১৯ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষর প্রথম প্রহরে উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সারা বিশ্ব, তবে বাংলাদেশের পুলিশ বলছে কোথাও কোনো উৎসব আয়োজন চলবেনা।

‘রাস্তায়, ফ্লাইওভারে, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোনো জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবেনা। করা যাবে না নাচ, গানসহ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও,’ জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছ’টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশই করতে পারবেনা, এমনকি সেখানকার অধিবাসীদেরই আসতে যেতে পরিচয়পত্র দেখাতে হবে। হাতিরঝিলে রাত আটটার পর কেউ অবস্থান করতে পারবেনা। আর গুলশান, বনানী ও বারিধারা এলাকার নাগরিকদের রাত আটটার মধ্যে তাদের এলাকায় ফিরে আসতে হবে।

আর এসব এলাকার অধিবাসী নন এমন কাউকে এসব এলাকায় যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে সন্ধ্যা ছ’টার পর সব পানশালা বন্ধ থাকবে। এসব নিয়মের ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

যদিও বিজ্ঞপ্তির শেষ লাইনে তারা বলছে ইংরেজি নববর্ষ-২০২০ উদযাপন নির্বিঘ্ন করতে নাগরিকদের সহযোগিতা চায় তারা। রাজধানী ঢাকায় বিশেষ কিছু জায়গায় নিয়ন্ত্রিত হবে চলাচল। বার, ক্লাব বন্ধ। উন্মুক্ত স্থানে কোন আয়োজন করা যাবে না। সূত্র : বিবিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।