ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

তাহসান বানাবেন রোহিঙ্গাদের নিয়ে সিনেমা

News Desk
জানুয়ারি ৫, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলাঃ বাংলাদেশি হিসেবে এই প্রথম ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেলেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে শনিবার (২ জানুয়ারি) তাহসানের নাম ঘোষণা করা হয়।

এদিন রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহসান বলেন, আমরা প্রথমে আলোচনা করছিলাম রোহিঙ্গাদের জন্য একটি গান করার। এর ওপর ভিত্তি করে একটি অডিও-ভিজ্যুয়াল কাজও হতে পারে। এরপর আলোচনায় এলো রোহিঙ্গাদের ওপর ছোট নাটিকা বা সিনেমা বানানোর। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে, যা ভবিষ্যতে হতে পারে। আমরা চাই এসব নির্মাণের মাধ্যমে মূলধারার মিডিয়াতে রোহিঙ্গাদের কথা যেন প্রচার হয়, তাদের প্রতি যেন সবাই মানবিক হয়।

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজের সুযোগ পাওয়া প্রসঙ্গে তাহসান বলেন, আমি আনন্দিত এবং একই সঙ্গে শঙ্কিত যে, এতবড় দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। এর জন্য সবার সহযোগিতা চাই।

(সীমান্তবাংলা /০৫ জানুয়ারি ২০২১ইং)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।