
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গতকালের (রবিবার) ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে।’
সোমবার (৬ জানুয়ারি) বিকালে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগের রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে ঢাবির ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। রাতেই রাজপথে নামে সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে হবে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
একদিকে সহপাঠীকে ধর্ষণের নিন্দা ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘নো মোর মার্সি টু রেপিস্ট’ (ধর্ষকদের আর ক্ষমা নয়) স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
সোমবার সকাল থেকে শিক্ষার্থীর ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠীর ধর্ষণের বিচার দাবি জানান। তারা ক্যাম্পাসে প্রবেশের সব সড়কের মুখে ব্যারিকেড দেয়। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শাহবাগ চত্বর অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এ সময় শিক্ষার্থী ‘বঙ্গবন্ধুর সৈনিকেরা গর্জে ওঠো আরেকবার’, ‘বিচার চাবো একসাথে ধর্ষকদের বিরুদ্ধে’, ‘বিবেক এবার ঘোমটা খোলো’, ‘নো মোর মার্সি টু রেপিস্ট (ধর্ষকদের ক্ষমা নয়)’, ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। নো মোর মার্সি টু রেপিস্ট স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস।
টিনিউজ/এইচ