সীমান্তবাংলা ডেক্স : আসওয়ার ফিল্মস (Aswar Flims) জাতীয় এবং আন্তর্জাতিক শ্রোতাদের উপযোগী বাংলা ভাষায় বাণিজ্যিক ও নান্দনিক চলচ্চিত্র নির্মাণের জন্য ঢাকার উত্তরে নিকুঞ্জে একটি নতুন অত্যাধুনিক ফিল্ম স্টুডিও এবং প্রযোজনা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে।
শনিবার রাতে ঢাকার নিকুঞ্জে এক সংবাদ সম্মেলনে এই প্রতিষ্ঠান চালুর কথা জানান উদ্যোক্তারা।
আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টির চলচ্চিত্র নির্মাতা আসওয়ার রহমান এই স্টুডিওটির দায়িত্বে রয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের কারণে চার বছরের বিরতির পর আবারো চলচিত্র প্রযোজনায় ফিরে আসছেন বলে জানান।
পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক পান্থ রহমান আসওয়ার ফিল্মসের ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসাবে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে মাসায়েদ হোসেন রাশিক ২০২১ সালে উক্ত স্টুডিও থেকে ৫০ টি চলচ্চিত্র প্রযোজনার মহাযজ্ঞে নেতৃত্ব দিচ্ছেন।
“বাংলা ভাষার চলচ্চিত্রের বিশ্ব মঞ্চে আধিপত্য বিস্তার করার মত সামর্থ্য রয়েছে,” ৮ টি ফিচার ফিল্মের ডিরেক্টর আসওয়ার রহমান বলেন, “আমাদের এই স্টুডিওটি তৈরি এবং চলচ্চিত্র প্রযোজনা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো।”
আসওয়ার ফিল্মস ইতিমধ্যেই তাদের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। তারা নতুন অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পর্যায়ের চলচিত্র কর্মীদের সক্রিয়ভাবে নিয়োগ দিচ্ছে। “আমরা পুরো প্রক্রিয়াটি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি,” নির্মাতা মাসায়েদ হোসেন উল্লেখ করেন, “আমরা পেশাদার শিল্পীদের নিয়ে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাইছি যারা আমাদের এই উচ্চাভিলাষী প্রকল্পে সাহায্য করতে পারে।”
৮নভেম্বর/এডমিন/ইবনে
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply