মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর দ্বিতীয় সেমিফাইনালে হাবিবার হ্যাট্রিকে নওগাঁ জেলাকে ৫-০ গোলে পরাজিত করেছে গাইবান্ধা জেলা।
রবিবার (১০ই ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করে গাইবান্ধা জেলা নারী ফুটবল দল বনাম নওগাঁ জেলা নারী ফুটবল দল।
নওগাঁ জেলা নারী ফুটবল দলের বিপক্ষে গাইবান্ধা জেলা নারী ফুটবল দলের হাবিবার হ্যাট্রিক এবং পপি ও আরিফার একটি করে গোলে নির্ধারিত সময়ের খেলায় ৫-০ ব্যবধানে জয় পায় তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে লালমনিরহাট জেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে রংপুর জেলা নারী ফুটবল দল।