ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

News Desk
জানুয়ারি ১৬, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

ছয়টি ইভেন্টে নীলফামারীর ডোমারে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই জানুয়ারী) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী কান্ত রায়, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, এবছরের প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাইক্লিন, এথলেটিক্স ও টেবিল টেনিস ইভেন্টে একক ও দলীয় (প্রতিষ্ঠান ভিত্তিক) অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী ২১শে জানুয়ারী প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।