ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
অক্টোবর ২২, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী হিসেবে ফাস্ট এইড বক্স ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দীন হোসাইনী সুফী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স ও সকল বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া সোমবার একই তহবিল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০০টি স্কুল ব্যাগ ও ৩০০টি ছাতা সহ বিজ্ঞান উপকরণ বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।