ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ থে‌কে এসএ প‌রিবহ‌ন কু‌রিয়া‌রে পাঠা‌নো ইয়াবা কাকরইলে জব্দ 

News Desk
জুন ১৫, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বি‌শেষ প্রতি‌বেদক ■ রাজধানীর কাকরাইলের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে আসা ৭ হাজার ২শ ৫০টি ইয়াবা জব্দ কর হ‌য়ে‌ছে।

শনিবার, ১৫ জুন বেলা সোয়া ২টার সময় ৪টি কৌটা থেকে এসব ইয়াবা জব্দ ক‌রেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। খবর‌টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা উত্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক শাহীনুল কবীর।

ডিএনসির কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে এসএ কুরিয়ার সার্ভিসে ৪টি কৌটায় ইয়াবার একটি চালান কাকরাইল এসেছে। সেখানে অভিযান চালিয়ে ৪টি কৌটা থেকে ৭ হাজার ২শ ৫০টি ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার কথা ছিল। এই ঘটনায় কাউকে‌ও আটক করা হয়নি।

শাহীনুল কবির আরও বলেন, ‘ঘটনাটি জানতে পেরে সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে এসএ পরিবহনের কাকরাইল শাখায় অভিযান চালাই। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে কারা পাঠিয়েছে, কারা জড়িত, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

সীমান্তবাংলা/এমইউ/১৫জুন২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।