বিশেষ প্রতিনিধিঃ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধ অস্ত্রসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২২নং উনচিপ্রাং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
গত( ৪ জানুয়ারী) সোমবার, রাত সাড়ে ৮ টার দিকে এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের রইক্ষ্যং উত্তর পাড়া জসিমের বাড়ির সামনে থেকে ১টি রামদা, ১টি দেশীয় অস্ত্র এবং ১রাউন্ড কার্তুজসহ এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করে। আটক হওয়া রোহিঙ্গারা হলেন ব্লক-এ-২ এর ১৭নং রোমের বাসিন্দা হোছন আহমদের পুত্র মোঃ হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), নুর কবিরের পুত্র ফোরকান (২০), নুর বশরের পুত্র আয়াজ (২১) ও সৈয়দুল বশরের পুত্র নুর আলম (২০)।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কক্সবাজার -১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।
( সীমান্তবাংলা/ শা ম / ৫ জানুয়ারী ২০২১)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply