টেকনাফে এফআইভিডিবি কর্তৃক শিশু সুরক্ষা, জেন্ডার, নায্যতা ও সাম্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবি কর্তৃক শিশু সুরক্ষা,জেন্ডার,ন্যায্যতা এবং সাম্যতা সম্পর্কে বিশদ ধারনা কার্যকর ভূমিকা শীর্ষক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ সকাল ১১টায় টেকনাফ উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,জেন্ডার বৈষম্য রোধে এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনের লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে।
“ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ(এফআইভিডিবি)কতৃক আয়োজিত কর্মশালায় টেকনিক্যাল সার্পোট দিয়েছন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এফ.ভি.ডিবির টেকনিক্যাল কর্ডিনেটর মাহবুবুর রহমান এর উপস্থাপনায় গৃহীত উন্নয়ন প্রকল্পের উপর বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে ধারণা সূচক আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারী,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিক।অতিথিবৃন্দরা আলোচনায় বলেন,
জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের সামাজিক পরিচয় যা একই সাথে সামাজিকভাবে নারী পুরুষের সম্পর্ক ও ভূমিকাকে নির্দেশ করে এবং নারী পুরুষের সাথে সম্পর্কিত মনস্তাত্ত্বিক,সামাজিক সংস্কৃতিক বোধটি প্রধান্য পায় বেশী। ফলে সমাজ,পরিবেশ ও স্থান বদলের সাথে সাথে জেন্ডার-ধারণা পরিবর্তন হতে পারে। সভাপতি সমাপনী বক্তব্যে শিক্ষা ও সচেতনতার প্রতি গুরুত্ব তুলে ধরেন।