ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে আব্দুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী আটক!

টেকনাফ প্রতিনিধি:
ডিসেম্বর ৭, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

টেকনাফে ইয়াবা লেনদেনের বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত আব্দুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী বদি আলমকে আটক করেছে র‌্যাব।

আটক বদি আলম টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।

বদি আলমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গত ১৭ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার আব্দুর রহমান ও তার প্রতিপক্ষ ইয়াবা কারবারিদের সাথে লেনদেনকে কেন্দ্র করে বাজারে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনার মূল পরিকল্পনাকারী বদি আলম তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাশবিক ও বর্বরোচিত কায়দায় আব্দুর রহমানকে আঘাত করে এবং বদি আলমের সঙ্গে থাকা অন্য সঙ্গীদের মধ্যে একজন গুলি করলে সে নিহত হয়। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় র‌্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বদি আলম ঈদগাঁও নাপিতখালীতে আত্মগোপনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে বদি আলমকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটক বদি আলমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় তিনটি হত্যা, পাঁচটি অস্ত্র, ছয়টি মাদক, একটি ডাকাতি প্রস্তুতি ও একটি অন্যান্য মামলাসহ মোট ১৬টি মামলার তথ্য পাওয়া যায়। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।