কক্সবাজার

টিভিতে ক্রিকেট খেলা দেখা নিয়ে মহেশখালীতে একজন নি’হত

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৭:২৬:০২ প্রিন্ট সংস্করণ

 

জুয়েল চৌধুরী, মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে টিভিতে ক্রিকেট খেলা দেখা নিয়ে সৃষ্ট ঘটনায় মোহাম্মদ সোহেল নামের এক যুবক খুন হয়েছেন। ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে এই ঘটনা ঘটে। খুন হওয়া ব্যক্তি বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা এলাকার ওসমান গণির পুত্র বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত বুধবার রাতে স্থানীয় মতিউরের দোকানে ভারত নিউজিল্যান্ড ম্যাচ উপভোগ করছিল কয়েকজন যুবক। এ সময় মোবারক ও আহসান নামের দু’ব্যক্তি দোকানদার মতিউরের কাছ থেকে খাওয়ার পানি চান। মতিউর উপস্থিত সবার সামনে পানির বোতলে থুথু দিলে তিনজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে যে যার মতো চলে যায়।

পরেরদিন সকালে মোবারককে একা পেয়ে দোকানদার মতিউরসহ কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। ঘটনাটি মূহুর্তেই ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন বাজারে জড়ো হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ সোহেল, এরশাদ উল্লাহ, মোহাম্মদ হোছেন, সোনা মিয়া, মতিউর রহমান, আহসান উল্লাহ, মোবারক হোসেন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সোহেলকে মহেশখালী উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মহেশখালী থানার (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, খেলা দেখা নিয়ে সৃষ্ট ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি। খুনিদের ধরতে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত পরিবার থেকে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content