ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

জুতা পায়ে শহীদ মিনারে উঠে অধ্যক্ষের ‘শ্রদ্ধা নিবেদন’!

Ecare
ডিসেম্বর ১৬, ২০১৯ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিয়ে ‘শ্রদ্ধা’ নিবেদন করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। সোমবার সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি ‘শ্রদ্ধাঞ্জলি’ দেন। জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষর ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জানা গেছে, সোমবার সকালে অধ্যক্ষ কলেজ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যান। এ সময় শহীদ মিনারে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে ফটোশেসন করতেও দেখা যায় তাকে। তবে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ছবিটা তার নয় বলে জানান।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা জানান, জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠার ছবিটা আমার নজরে এসেছে। বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এ ধরনের কাজ অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতাবিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন।

টিনিউজ/কেআই

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।