‘জুতা পরে শহীদ মিনারে ওঠা’ সেই অধ্যক্ষকে গণধোলাই

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরকে গণধোলাই দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাকিয়া সুলতানা।

জানা গেছে,কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিয়ে ‘শ্রদ্ধা’ নিবেদন করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। সোমবার সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি ‘শ্রদ্ধাঞ্জলি’ দেন। জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষর ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে গণধোলাই দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।