জালিয়া পালং বিট কর্মকর্তা সোহেল হোসাইনের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২৮, ২০২৩

 

জালিয়া পালং বিট কর্মকর্তা সোহেল হোসাইনের নেতৃত্বে চলছে অবৈধ বালি বানিজ্য ও পাহাড় কাটার উৎসব।

ইনানী রেঞ্জের জালিয়াপালং বনবিটের আওতাধীন পাইন্যাশিয়া এলাকায় জালিয়া পালং বিট কর্মকর্তা সোহেল হোসাইনের সহযোগিতায় সরকারি বনভুমির পাহাড়ের উপর নৈরাজ্য চলেলও সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা টুপাইস ইনকামে মরিয়া হয়ে রয়েছে নিরব দর্শকের ভুমিকায়।

পিনিজিরখুল গ্রামের মৃত মির জাফরের ছেলে আবু তাহের বলেন, আমরা রাত দিন পাহাড় কেটে মাটি পাচার ও বালি পাচার করলেও কোন সমস্যা নেই, কারন আমরা মাসিক মাসোহারা দিয়ে পাহাড় কেটে মাটি পাচার ও বালি পাচার করে থাকি। তাই বন বিভাগকে আমাদের এলাকায় আসতে হয় না।

স্থানীয় সচেতন মহলের দাবি, জালিয়া পালং বিট কর্মকর্তার নিরব চাঁদাবাজির কারনে পাহাড় কেখো ও অবৈধ বালি পাচার সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। শুধু তাই নয়, দুর্নীতিবাজ বিট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তদন্ত পূর্বক তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিভাগীয় বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন তারা।

অভিযুক্ত বিট কর্মকর্তা সোহেল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করেন।

এব্যাপারে, ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাহাড় কাটা ও বালি পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।