দীর্ঘ প্রায় একযুগ পর জামেয়া কাসেমিয়া কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) এর পরিপূর্ণ কমিটি প্রকাশ এবং শপথ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে জামেয়া মসজিদের ২য় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জি এস মুজাহিদুল ইসলাম সাদেক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়েখ আব্দুস সামাদ আজাদ।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী ।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ড.সৈয়দ আমীরুল ইসলাম শামীম।এই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার আমীরে জামায়াত অধ্যাপক মাওলানা মোসলেহ উদ্দীন। প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভুইয়া ও শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন অত্র মাদরাসার বাংলা বিভাগের অধ্যাপক এবং ছাত্রসংসদের
উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম ভূইয়া। উক্ত অনুষ্ঠানে ৩০ সদস্যের কমিটি গঠন করা হয় ও শপথ পাঠ করানো হয়। এই সময় নির্বাচিত ভি.পি মাহফুজুর রহমান, জি. এস মুজাহিদুল ইসলাম সাদেক, এ.জি. এস মুহাম্মদ উল্লাহ তাহছিন। সন্ধ্যায় জামেয়া কাসেমিয়া কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।