প্রতিনিধি ১৯ আগস্ট ২০২২ , ৮:৫৮:৩৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ;
জামালপুরের সরিষাবাড়ীতে একটি শিশুকে চুরির পর ১৫ হাজার টাকায় বিক্রির অভিযোগে নারীসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।
চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- পৌরসভার ভুরারবাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বার গেন্দার ছেলে সোনা মন্ডল ওরফে চেনা (৪৫) ও মাদারগঞ্জ উপজেলার কররা পাটাদহ গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ফজিলা বেগম (৪০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ভুরারবাড়ী গ্রামের শরিফ আহমেদের স্ত্রী রাজিয়া বেগম তার ১৩ মাসের শিশু রহমতুল্লাহকে নিয়ে বাড়ির উঠানে হাঁটাচলা করছিলেন। এ সময় পাশের বাড়ির সোনা মন্ডল শিশুটিকে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে কোলে নেন। পরে তিনি শিশুটিকে ফজিলা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
এদিকে শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে সন্ধান পেয়ে গ্রামবাসী সোনা মন্ডল ও ফজিলা বেগমকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, শিশু সন্তান চুরির অপরাধে নারীসহ দুজনকে আটক করা হয়েছে। শিশুটির বাবা শরিফ আহমেদ বাদী হয়ে থানায় মামলা করলে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।