জাতীয় শোক দিবস উপলক্ষে উখিয়া সাহিত্য কুঠিরে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

সিরাজুল কবির বুলবুল
জাতীয় শোকদিবস ও শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে উখিয়া সাহিত্য সংস্কৃতির
আতুঁড়ঘর খ্যাত উখিয়া সাহিত্য কুঠিরে আজ বিকেল ৩টায় এক লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গবন্ধুকে নিয়ে লিখা পুথিঁপাঠ করেন বিশিষ্ট লোকগবেষক, কবি,ও উখিয়া সাহিত্য কুঠিরের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি জনাব,মাস্টার শাহ আলম,কবিতা পাঠ করেন
বিশিষ্ট ছড়াকার ও সাহিত্য কুঠিরের সাধারণ সম্পাদক জনাব,মোজাম্মেল হক আজাদ, লোকজ গান ও ভাট্যালি গান পরিবেশন করেন
সাহিত্য কুঠিরের লোক শিল্পী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি ও শরীরচর্চা প্রশিক্ষক, উখিয়া সাহিত্য কুঠিরের সাংগঠনিক সম্পাদক সিরাজুল কবির বুলবুল।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে DB TV সংবাদ চ্যানেল।
সীমান্তবাংলা / ১৮ আগষ্ট ২০২১
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!