ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

জাজিরা থানার ভেতর ঝুলছিল ওসির মরদেহ

শরীয়তপুর করেসপনডেন্ট
জানুয়ারি ৯, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ওসির শয়নকক্ষের জানালার সঙ্গে মরদেহ ঝুলে থাকতে দেখে ডিউটিরত পুলিশ সদস্যরা।

পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। তার পরিবার জানায়, গত দুই বছর যাবত তিনি ডিপ্রেশনে ভুগছেন।

পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস ধরে এই থানায় দায়িত্বে ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।