জোটের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় মতিঝিলে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ এ মিটিং অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।