ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

News Desk
সেপ্টেম্বর ৪, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত বাংলা ডেস্ক : সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ভোরে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে আসামি শিহাব আহমেদ জিহাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিহাদ সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত ১ নং সাংগঠনিক সম্পাদক।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জিহাদ ছাত্রলীগ নেতা বিজয় হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যাচ্ছিলেন বিজয়। পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার নয় দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারী হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি বিজয়ের মৃত্যু হয়। এর আগে হামলার ঘটনায় শিহাব আহমেদ জিহাদকে প্রধান আসামী করে ১০/১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন নিহতের বড় ভাই রুবেল। এনিয়ে এই হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এড‌মিন ইব‌নে যা‌য়েদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।