জাতীয়

চুয়াডাঙ্গা-১ আসনে পছন্দের প্রতীক পেলেন দিলীপ কুমার আগারওয়ালা।

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৩ , ৭:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার:
সাগরিকা আক্তারঃ

চুয়াডাঙ্গা-১ আসনে পছন্দের প্রতীক পেলেন  স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয়, শিল্প বাণিজ্য বিশেষজ্ঞগণ সদস্য, ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দিলীপ কুমার আগারওয়ালা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা  রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক অফিসারডাঃ কিসিঞ্জার চাকমা, আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক ঘোষণা করেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা -১ আসনে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা এর পছন্দের প্রতিক ঈগল বরাদ্দ পান,ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলাইমান হোসেন সেলুন জোয়ার্দ্দার (নৌকা), এবং স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক খান রাজ (ফিরিজ), ও, এম. এ. সৌরভ (নাঙ্গল), প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে শেষে।

পছন্দের প্রতিক বিষয়ে দিলীপ কুমার আগরওয়ালা বলেন- আমার চাওয়া ছিলো ঈগল মার্কা আমি ঈগল মার্কা পেয়েছি

এবং জনগণের সামর্থ্য নিয়ে নির্বাচনে এসেছি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী,সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হব, আমি নির্বাচিত হলে সব থেকে বেশি প্রাধান্য পাবেন চুয়াডাঙ্গা কৃষকেরা এবং চুয়াডাঙ্গা একটি যুবক বেকার থাকবে না মাদক মুক্ত চুয়াডাঙ্গা গড়বো সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাশে থাকবো।

আরও খবর

Sponsered content