চীনকে শক্তি প্রদর্শনে ভারতের অগ্নি- ৫ ব্যালিষ্টিক ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপণ!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট 

চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অগ্নি-৫ নামে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। যা চীনের রাজধানী বেইজিং পর্যন্ত পৌঁছতে পারবে।

কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলার তথ্য মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল চীনা সেনারা। তখনই দুদেশের সেনার মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষে একাধিক সেনা আহত হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে অগ্নি-৫-এর পরীক্ষা চালালো ভারত। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সামরিক ক্ষেত্রে উন্নত প্রযুক্তি কতটা কার্যকর সেটা পরখ করতেই এ পরীক্ষা চালানো হয়েছে। আর এতে পুরোপুরি সফল হয়েছে ভারত। আরও বলা হয়েছে, অগ্নি ৫-এর পাল্লা প্রয়োজনে আরও বাড়ানো সম্ভব। প্রয়োজনে সেটাও করবে ভারত।