টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণ, শেরপুরে তিন ইউপি চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০

শেরপুরের ঝিনাইগাতীতে চাল আত্মসাত ও টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণের অভিযোগে নলকুড়া ইউপির চেয়ারম্যান ও দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার খায়রুল এনাম চাঁন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী মেম্বার রহিমা বেওয়া।

সোমবার বিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ওই তিন চেয়ারম্যান-মেম্বারকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে ১৮ মাস ধরে চাল তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড বিতরণ, জিআর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে চালানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ সব কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, কিছু অসৎ লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে মন্ত্রণালয়ের নির্দেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ ।

সীমান্ত বাংলা/৭সেপ্টেম্বর/মউ