ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

চায়ের দোকানে বিপিএল জুয়া, আটক ১৯

Ecare
জানুয়ারি ৪, ২০২০ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে টিভিতে বিপিএল ম্যাচ নিয়ে জুয়া খেলার সময় ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার রাতে জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ইউপি কার্যালয় সংলগ্ন এক চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় উলিপুর থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করেছেন।

এছাড়া অজ্ঞাতনামায় আরো চার থেকে পাঁচ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মধ্য বজরা গ্রামের হাফিজুর রহমান (২২), আবদুর রাজ্জাক (৩৫), সুজন মিয়া (২৫), আমিনুল ইসলাম (২৪), চাঁদনী বজরা গ্রামের উদ্দিন লিটন (২০), সাজেদুল ইসলাম (৪২), আ. আউয়াল (৩২), সাহেব আলী (২৫), মোনায়ারুল ইসলাম (১৯), রায়হান মিয়া (১৮), নাজমুল ইসলাম (১৯), লিমন মিয়া (১৯), মিজানুর রহমান (১৯), ফারুক হোসেন (২৪), জাহিদুল ইসলাম (৩১), গোলাম রসুল (৪০), নজরুল ইসলাম (৩০), রাজু আহম্মেদ (৩৮)।

এর মধ্যে মুসা মিয়া (৩৫) পলাতক রয়েছে।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার (০৩ জানুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।