শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
কক্সবাজারে বৃষ্টির রেকর্ড ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃ’ত্যু কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  নরসিংদীতে অনির্দিষ্টকালের জন্য জনতা জুটমিল বন্ধ ঘোষণা নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন উখিয়ায় অরক্ষিত গ্যাস সিলিন্ডার বিক্রির হিড়িক, আইনের কোন বালাই নাই সিলেটে বিমান থেকে উখিয়ার সালাউদ্দিন র‍্যাবের হাতে আটক।  বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে ” মুহাম্মদ শাহজাহান
চাকরির লোভ দেখিয়ে তারা কোটি টাকা হাতিয়েছেন

চাকরির লোভ দেখিয়ে তারা কোটি টাকা হাতিয়েছেন

সীমান্তবাংলা ডেক্স : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন টার্মিনাল-৩ এ লোভনীয় পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে অন্তত ১৫০ ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে দর্পণ গ্রুপ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান

নির্মাণাধীন টার্মিনাল-৩ এ শ্রমিক-সুপারভাইজার পদে চাকরি পেতে লেবার প্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিতো তারা। এ অভিযোগে মূল হোতাসহ ওই প্রতিষ্ঠানের তিন প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, দর্পণ গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম সোহাগ (৫২), ব্যবস্থাপনা পরিচালক হেনা জহির (৫০) ও ম্যানেজার মিন্টল রায় ওরফে অপূর্ব রায় (২৮)।

বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে দিন বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ভুয়া প্রতিষ্ঠানটি Samsung গ্রুপের নামে একটি ভুয়া ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে তাদের অফিসের সামনে ডিজিটাল ব্যানারে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ এ দক্ষ ও অদক্ষ লেবার ও সুপারভাইজার নিয়োগ দেয়া হবে’ এমন একটি বিজ্ঞাপন ঝুলিয়ে রাখে। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে চাকরি প্রত্যাশী ভুক্তভোগী অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, চাকরি প্রত্যাশীরা লেবার প্রতি ৫০ হাজার টাকা ও সুপারভাইজার প্রতি এক লাখ টাকা করে এ কোম্পানিতে জমা দেন। এভাবে অন্তত ১৫০ জন চাকরিপ্রত্যাশী দর্পণ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও এমডির কাছে টাকা দেয়ার পর তাদেরকে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেয়া হয়।

ভুক্তভোগীরা নিয়োগপত্র নিয়ে যোগদানের নির্দিষ্ট তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানতে পারেন সেখানে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এরপর প্রতারিতরা দর্পণ গ্রুপের অফিসে গিয়ে বিষয়টি জানালে তাদেরকে অপেক্ষা করতে বলে।

এদিকে কয়েকজন ভুক্তভোগীর সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর টার্মিনাল-৩ এ চাকরি দেয়ার জন্য আসামিদের কোম্পানি অথবা অন্য কোন প্রতিষ্ঠানকে SAMSUNG কোম্পানি ওয়ার্ক অর্ডার দেয়নি।

এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

চাঁদপুরের বাসিন্দা ভুক্তভোগী সুজন বলেন, যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার পথে সরকার মার্কেটের তিন তলায় ডিজিটাল ব্যানার লাগানো দেখি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী হয়ে কথা বলতে যাই। দর্পণ নামে ওই অফিস থেকে জানানো হয়, সুপারভাইজার এক লাখ, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫০ হাজার টাকা দিলেই চাকরি হয়ে যাবে। আমরা চলে আসি। দুদিন পর ভাইভা নেন, নভেম্বরের ৩০ তারিখের মধ্যে তিনজনকে নিয়োগ দেয়ার কথা বলে হাতে নিয়োপত্র ধরিয়ে দিয়ে আড়াই লাখ টাকা নেয় দর্পণ কোম্পানি।

তিনি বলেন, টাকা দেয়ার পর দিন পার হতে থাকে। নভেম্বর মাস পেরিয়ে গেলেও চাকরি হয় না। আবার করোনা টেস্টের কথা বলে আরও ৫ হাজার করে টাকা নেয়া হয়। তারপরও চাকরি না হওয়ায় আমাদের সন্দেহ হলে সবাই বিমানবন্দরে যাই। এরপরই জানতে পারি প্রতারণার শিকার হয়েছি।

২১জানুয়ারি/কেআর/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions