
পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
অদ্য ২০ জুন ২০২২ খ্রি. তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ মাসুম অালী এঁর নেতৃত্বে সদর উপজেলার বুলনপুর অাতাহার নয়াগোলা ও চাঁপাইনবাবগঞ্জ পার হাউজ এলাকায় ধান, চাল ও অাটার মিল এবং ফার্মেসীতে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২১,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস টিম নিয়োজিত ছিলেন। সহযোগিতায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
জনস্বার্থে এ তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।