
কামাল শিশির, রামু
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব ও মকতুল হোসেন সহ দুই জনকে কারাগারে পাটিয়েছে আদালত। ( ২নভেম্বর) বুধবার চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে জামিন না মঞ্জুর করে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, আব্দুল গণী নামে এক ব্যক্তি বাদী হয়ে আদালতে এ চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
স্থানীয়রা জানায়, বিজয়ী হওয়ার পর থেকে ওই মেম্বার চাঁদাবাজি, পাহাড় কাটা, নারী নির্যাতন, ভূমিদস্যুতা সহ নানা অপরাধে পা বাড়ায়। এনিয়ে থানায় অনেক অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা যায়।