প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০১৯ , ১১:২২:৪৯ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় অমিত। এ সময় গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুর এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় অমিত। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতে খুলনা নেয়ার পথে অমিতের মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।