বিবিধ

চলন্ত বাইকে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০১৯ , ১১:২২:৪৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় অমিত। এ সময় গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুর এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় অমিত। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতে খুলনা নেয়ার পথে অমিতের মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content