চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠক হতে পারে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০

সীমান্তবাংলা ডেক্স : অভিন্ন নদী নিয়ে আলোচনার জন্য চলতি বছরেই বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকের সম্ভবনা রয়েছে। তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে এই বৈঠকে বেশ কিছু সমস্যা সমাধানের আশা করছে ঢাকা।

মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন।পররাষ্ট্র সচিব বলেন, ‘জয়েন্ট রিভার কমিশনের বৈঠক অনেক দিন হয় না। যদি সম্ভব হয় এ বছর কমিশনের বৈঠক হবে। তবে তার আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবদের বৈঠক হবে, তারপরে জেআরসি হবে।’

ভারত-বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় ‘কাঁটা’ তিস্তা নিয়ে জেআরসি বৈঠকে আলোচনা হবে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘তিস্তা নিয়ে অবশ্যই আলোচনা হবে। তবে তিস্তার জন্য আমরা অন্যান্য অগ্রগতি থামিয়ে রাখব না। আমাদের অনেক অভিন্ন নদী আছে সেগুলোর সঙ্গে অন্যান্য নদীর বিষয়েও অগ্রগতি আছে। সেগুলোও আমরা একইসঙ্গে সেরে ফেলার চেষ্টা করবো।’

তিস্তার হিস্যা বুঝে পেতে ঢাকা টেকসই সমাধানের জন্য কাজ করবে বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

করোনা ভাইরাসের কারণে ভারতের সঙ্গে বন্ধ থাকা বিমান যোগাযোগ চালু প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জানান, চলতি মাসেই প্রতিবেশি দেশটির সঙ্গে বিমান যোগাযোগ চালু হতে পারে।

সিভিল এভিয়েশনসহ অন্যান্য কর্তৃপক্ষ বিষয়টি চূড়ান্ত করতে কাজ করছে বলেও জানান সচিব।

অন্যদিকে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানান, আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশে ২০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত। করোনা মহামারির কারণে এসব পেঁয়াজ নৌপথে চেন্নাই হয়ে বাংলাদেশে আনতে হবে বলে জানান হাইকমিশনার।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি নিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত গত দুই বছরে বাংলাদেশ ১০০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে। আমরা বাণিজ্য আরও বাড়াতে চাই।’

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এডমিন/ইবনে

 

সংবাদটি শেয়ার করুন