ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

চট্রগ্রাম থেকে বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা যুবক আটক। 

সীমান্তবাংলা নিউজ ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচন অফিসে মামার জাতীয় পরিচয়পত্রের ব্লক খুলতে এসে মো. সাবের (২২) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

(৯ জানুয়ারি) বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সাবের পটিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করতো।

নির্বাচন অফিস সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে মো. সাবের নামে এক যুবক উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

এসময় তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ায় আনোয়ার কামালের এনআইডি কার্ড অনলাইনে ব্লক (স্থগিত) করে নির্বাচন কমিশন। এসময় সন্দেহ হলে সাবেরকে আটকে রেখে অফিসে দায়ত্বশিলরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নির্বাচন অফিস থেকে সাবেরকে আটক করে।

উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে সাবের জানিয়েছে, ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন তিনি। পরে ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করেন। এখন পটিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছেন। এবার তিনি এসেছেন তার মামা রোহিঙ্গা আনোয়ার কামালের এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।