সীমান্ত বাংলাঃ চট্টগ্রামের রাউজানে র্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ দুই যুবক আটক। ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার টেক এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মৃত খোকন দাশের ছেলে আকাশ দাশ (২৫) ও চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম গোসাইল ডাঙ্গা এলাকার মৃত হাজী মোহাম্মদ ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৭-এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ অস্ত্র সরবরাহ করে আসছিলো ।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানা গেছে।
(সীমান্তবাংলা/ ১৬ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply